Sunday, January 31, 2016

bangla seo tips

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন :
সবাই চায় তার ওয়েব সাইটটি গুগল কিংবা বিং-য়ের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেইজ (SERP)-এর সবচেয়ে উপরের দিকে থাকুক ইন্টারনেটে একই বিষয়ের উপর লাখো ওয়েবসাইট রয়েছে, তবে সার্চ ইঞ্জিনগুলো সেসব ওয়েবসাইটকেই প্রথমে প্রদর্শন করে যেগুলোকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা হয় অর্থাৎ সার্চ ইঞ্জিন যেভাবে একটি কনটেন্টকে দ্রুত খুঁজে পেতে পারে এবং সহজে পড়তে পারে সে ধরণের বিজ্ঞানসম্মত ব্যবস্থা করার প্রক্রিয়াকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়

যারা অনলাইন উদ্যোক্তা হতে চান তাদের সফলতার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখা তাহলেই সাইটে ট্রাফিক আসবে, রেভিনিউ জেনারেট হবে এসইও শিখে করতে পারবেন ফ্রিল্যান্সিং, বাংলাদেশী অনেকেই আছেন যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজার হিসেবে গড়ে তুলেছেন সময়ের স্মার্ট ক্যারিয়ার


সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানতে হলে প্রাথমিক ভাবে যা যানা জরুরিঃ
- SEO বেসিক
- সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এবং SEO মেথড
- কি-ওয়ার্ড রিসার্চ
- কি-ওয়ার্ড টুলের ব্যবহার
- কি-ওয়ার্ড কম্পিটিশন
- কি-ওয়ার্ড ফাইনালাইজেশন
- অন-সাইট অপটিমাইজেশন
- কনটেন্ট ডেভেলপমেন্ট
- আর্টিকেল অপটিমাইজ
- রোবট টেক্সট সাইটম্যাপ এক্সএমএল
- গুগল ওয়েবমাষ্টার টুল এবং এনালাইসিস
- অফ পেজ অপটিমাইজেশন
- লিঙ্কিং মেথড এবং লিঙ্ক বিল্ডিং
- লিঙ্ক মনিটরিং এবং লিঙ্ক বিল্ডিং ষ্ট্র্যাটেজি
- রিপোর্টিং, পোর্টফোলিও বিল্ডিং, SEO অডিট
- সোসিয়াল মিডিয়া অপটিমাইজেশন
- গুগল এলগরিদম আপডেট
- মার্কেটপ্লেস সম্পর্কিত ধারণা

এডভান্সড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
ইন্টারনেট মার্কেটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশসার্চ ইঞ্জিন অপটিমাইজেশন”, তাই ইন্টারনেট মার্কেটিং ছড়িয়ে যাবার সাথে সাথে সময়ের আলোচিত পেশায় পরিণত হয়েছে এটি

 এটি শিখলে লাভ!
যেকোন ওয়েব সাইটকে টার্গেটেড ভিজিটর অথবা কাস্টমার এর কাছে পৌছে দিতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে পূর্ণাঙ্গ ধারণা থাকা প্রয়োজন তাছাড়া আউটসোর্সিং করানোর জন্য হলেও বিষয়ে নুন্যতম জ্ঞান থাকা জরুরী তাই ফ্রিল্যান্স মার্কেটপ্লেস এর পাশাপাশি দেশি বিদেশি কোম্পানিতে এসইও প্রফেশনালদের চাহিদা প্রতিনিয়তই বাড়ছে তাছাড়া এর উপর পূর্ণ ধারণা নিয়ে শুরু করতে পারেন ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান
সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে ?
কিওয়ার্ড রিসার্চ কম্পেটেটিভ এনালাইসিস
         কিওয়ার্ড সাজেশন তালিকা তৈরি
         উদ্দেশ্যের উপর ভিত্তি করে কিওয়ার্ড নিবার্চন
         কম্পিটেটর আইডেন্টিফাই
         কম্পিটেটর এনালাইসিস টেকনিক
         কিওয়ার্ড ব্যবহারে প্রস্তুতি গ্রহণ
         প্রজেক্ট
সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি
         এসইও ফ্রেন্ডলি ওয়েব ডিজাইন
         ওয়েব সাইটের কন্টেন্ট প্ল্যান
         সার্চ ইঞ্জিন কম্পেটিবিলিটি
         সাইটের লিংক স্ট্রাকচার নেভিগেশন
         ওয়েব সাইট ইউজেবিলিটি
কন্টেন্ট তৈরি অপটিমাইজেশন
         কিওয়ার্ড VS কন্টেন্ট টার্গেটিং
         কন্টেন্ট ডেভেলপমেন্ট
         কন্টেন্ট অপটিমাইজ
         কন্টেন্ট ডুপ্লিকেসি
         অনসাইট এবং অনপেজ অপটিমাইজেশন
টেকনিক্যাল এসইও
         এসইওতে ডোমেইন সার্ভার ইস্যু
         ব্রোকেন লিংক রিডাইরেকশন
         অন্যান্য সিএমএস সম্পর্কিত ট্রাবলশ্যুটিং
ওয়েব সাইট পপুলারিটি অথোরিটি বিল্ডিং
         লিংক বিল্ডিং/আর্নিং স্ট্রেটেজি ডেভেলপ
         ইনকামিং লিঙ্ক
         সোশ্যাল সিগনাল
         ব্রান্ড প্রমোট
ওয়েব সাইট পারফর্মেন্স এনালাইসিস রিপোর্টিং
         গুগল ওয়েব মাস্টার
         গুগল এনালিটিক্স
         ্যাংক লিংক মনিটরিং
         এসইও অডিট
         স্পাম প্রতিরোধ
অ্যালগরিদম আপডেট করণীয়
         বিভিন্ন অ্যালগরিদম সম্পর্কে জানা
         ওয়েব সাইট যেভাবে সেভ করতে হবে

         কেস স্ট্যাডি

No comments:

Post a Comment

Leave a comment

Comments system

Leave a comment

Recent Comments