Wednesday, February 3, 2016

Bangla seo tips

Meta Tag কি তা আমরা আজ জানব

সাইট বিভিন্ন কারণে মেটা ট্যাগ বসাতে হয় এইসব মেটা ট্যাগ সাইট এর এস এর জন্য খুবই গুরত্তপুরন ভূমিকা  পালন করে থাকে আজ আমি তেমন  কিছু প্রয়োজনীয় এবং সেই সাথে কিছু অপ্রয়োজনীয় কিছু Meta Tag সম্পর্কে আলোচনা করবো তো চলুন প্রথমে দেখে আসি প্রয়োজনীয় Meta Tag গুলো......
  • ·         Keywords- Meta Tag
  • ·         Description- Meta Tag
  • ·         Author- Meta Tag
  • ·         Revisit-After- Meta Tag
  • ·         Robots- Meta Tag
  • ·         Refresh- Meta Tag
  • ·         ARCHIVE- Meta Tag
  • ·         Language META Tag


কোথায় বসাব এই মেটা ট্যাগঃ

অবশ্যই হেড ট্যাগ এর নিচে মেটা ট্যাগ বসাতে হবে যেমন ………
<head>
<meta name="description" content="seo tips and technique">
<meta name="keywords" content="HTML,CSS,XML,JavaScript">
<meta name="author" content="Hege Refsnes"></head>

এখন সব গুলো মেটা ট্যাগ নিয়ে আলোচনা শুরু করা যাক..... 

Keywords- Meta Tag:

আপনি যদি আপনার সাইট এর কাঙ্ক্ষিত এস ই ও পেটে চান তাহলে কী ওয়ার্ড মেটা ট্যাগ সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এই জন্য সুন্দর এবং সঠিক কী ওয়ার্ড আপনার সাইট কে বেশ ভালো অবস্থানে নিয়ে যেতে পারে। সঠিক কী ওয়ার্ড নির্বাচন এর জন্য সঠিক ব্যবস্থা নিন। কিভাবে বসবে এই কী ওয়ার্ড ট্যাগ……
< meta name="keywords" content="some keyword,another keyword" />
এক একটি কী-ওয়ার্ড এর পর কমা, ব্যবহার করুন।

Description- Meta Tag

এই মেটা ট্যাগ এর মাধ্যমে আপনি আপনার সাইট কি আসে তা অন্য জানাতে পারবেন। তবে সার্চ ইঞ্জিন এর জন্য এই ট্যাগ টি সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। সার্চ ইঞ্জিন এই মেটা ট্যাগ থেকে আপনার সাইট কি আসে এটা জানতে পারে। কিভাবে লিখবেন........
< meta name="description" content="A blurb to describe the content of the page appears here"/>

Author- Meta Tag

এই মেটা ট্যাগ এর মাধ্যমে সার্চ ইঞ্জিন এবং ভিজিটররা জানতে  পারে আপনার সাইট এর মালিক কে। কিভাবে সাজাবেন এই ট্যাগ টি……………….
<meta name="author" content="Md_Humayun_kabir"/>
Revisit-After- Meta Tag:
এই মেটা ট্যাগ এর মাধ্যমে সার্চ ইঞ্জিন এর রোবট নিদিষ্ট সমায় পর পর আপনার সাইট ভিজিট করবে কি ভাবে লিখবেন এই ট্যাগ…………..  
<meta name="revisit" content="15 days"/>
এখানে ১৫ দিন পর পর আপনার সাইট রি ভিজিট হবে। আপনি চাইলে এটা পরিবরতন করতে পারবেন।

Refresh- Meta Tag

এই মেটা ট্যাগটিও বেশ প্রয়োজনীয় তাদের জন্নে যারা প্রতি মিনিটে মিনিটে সাইট আপডেট করে।  তারা এই মেটা ট্যাগটি থেকে উপকার পেতে পারেন। ভিজিটররা সাধারণত সাইট রিফ্রেশ করতে বিরক্ত বোধ করে তাই , তাই এই ট্যাগের মাধ্যমে আপনিই আপনার সাইট এ অটো রিফ্রেশ এর সময় বেধে দিতে পারেনএই মেটা ট্যাগ আর মাধ্যমে আপনার সাইট নির্দিষ্ট সময় পর পর রিফ্রেশ হবে।  
<meta http-equiv="refresh" content="500">
ট্যাগটি সাইটে যোগ করার ফলে ৫০০ সেকেন্ড পর পর মানে  মিনিট পর পর সাইট অটোরিফ্রেশ হবে

Robots- Meta Tag

এই মেটা ট্যাগ এর মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিনকে, আপনার সাইট ইনডেক্স  করবে কিনা তা জানাতে পারবেন।
এটি দুই প্রকার...
<meta name="robots" content="index,follow"> .. এটির মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিন কে ইনডেক্স করার জন্য বলবেন।
আর যদি <meta name="robots" content="noindex, nofollow">….এটা ব্যবহার করা হয় তবে এটির মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিন কে ইনডেক্স  না  করার জন্য বলবেন।
 রোবট আর আরও কিছু প্রয়োজনীয় মেটা ট্যাগ রয়েছে ।
এই মেটা ট্যাগ আর মাধ্যমে আপনি আপনার সকল ডাটা সার্চ ইঞ্জিন আরকাইভ করে রাখতে পারেন। আর্কাইভ আকারে রাখতে চাইলে এই ট্যাগটি  <meta name=”robots” content=”ARCHIVE” /> আর তা যদি না চান তাহলে
<meta name=”robots” content=”NOARCHIVE” /> ট্যাগটি ব্যবহার করুন

ODP/YDIR- Meta Tag

ODP মানে হল DMOZ ওপেন ডিরেক্টরি প্রজেক্টযখন একটি সাইট থেকে গুগল সার্চ ইন্জিন এর রোবট কোন description ট্যাগ পায়না তখন তারা DMOZ এর সাহায়্য নেয় তারা DMOZ থেকে তা নিয়ে সাইটের description দেয় আপনি যদি সার্চ ইঞ্জিন কে তা করতে না দেন তবে এই ট্যাগ টি দিতে হবে
<meta name=”robots” content=”NOODP” />
আপনি যদি সার্চ ইঞ্জিন কে তা করতে দেন  তাহলে এই ট্যাগ টি
 <meta name=”robots” content=”ODP” />  দিয়ে দিন
গুগলে মত ইয়াহু কাজ করে থাকেতবে এক্ষেত্রে ইয়াহুর তাদের নিজেস্ব ওপেন ডিরেক্টরি প্রজেক্ট (YDIR) ব্যব হার করে থাকেতাই ইয়াহুর ক্ষেত্রে
<meta name=”robots” content=”NOYDIR” />
<meta name=”robots” content=”YDIR” />
কোড গুলো দিতে পারেন
ইন্টারনেটে বিভিন্ন সার্চ ইন্জিন রয়েছে বিশেষ কিছু সার্চ ইন্জিন এর জন্য আলাদা আলাদা robots মেটা ট্যাগ ব্যবহার করা হয় যেমন
গুগলের জন্য <meta name="googlebot" content=”index">
ইয়াহুর জন্য <meta name="Slurp" content=”index">
MSN এর জন্য <meta name="msnbot" content=”index">

Language META Tag

এই ট্যাগ আর মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিন কে আপনার সাইট আর ভাষা কি তা জানাতে পারেন যদি তা ইংলিশ হয় তবে আইভাবে দিবেন...
<META HTTP-EQUIV="Content-Language" content="EN"/>

( ব্লগার রা Edit HTML থেকে মেটা ট্যাগ বসাতে পারবেন )

No comments:

Post a Comment

Leave a comment

Comments system

Leave a comment

Recent Comments